জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার ভোরে ঘটা ওই বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেস্তোরাঁয় আগুন ধরে যায়। প্রায় দুই ঘণ্টা পর আগুন নেভানো হয়। এই ঘটনায় চার পুরুষ ও এক নারী আহত হয়েছেন।একটি অ্যাপার্টমেন্টে ভবনের নিজ তলার রেস্তোরাঁটি অবস্থিত।
রেস্তোরাঁর ম্যানেজার জানায়, অগ্নিকাণ্ডের সময় এটি বন্ধ ছিল।
পুলিশ জানায়, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৮/আরাফাত