আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি সূক্ষ্ম ছিদ্র! গত আগস্ট মাসে সেই ছিদ্র ধরা পড়ে। আর এর ফলে মহাকাশ স্টেশনে ভেতরকার চাপ কমে গেলে মহাকাশচারীদের সেটি নজরে পড়ে। সম্প্রতি তা যুদ্ধকালীন তৎপরতায় সারিয়েও তোলা হয়। কিন্তু কীভাবে এই ছিদ্র তৈরি হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এখনও পর্যন্ত মহাকাশ স্টেশনের সূক্ষ্ম ছিদ্র কীভাবে তা এখনও জানা যায়নি। যদিও রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, এর পিছনে রয়েছে কোনও অন্তর্ঘাত।
মস্কোর দাবি, ছুরি দিয়ে কেউ ইচ্ছাকৃত মহাকাশ স্টেশনে ছিদ্র করে দিয়ে ছিল। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধাম দিমিত্রি রোজোজিন জানিয়েছেন, অরবিট স্টেশনে রাশিয়ার মহাকাশ যানে ‘কাঁপা কাঁপা হাতে’ দিয়ে ড্রিল করে ছিদ্র করা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তদের চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে। সয়ূজ মহাকাশ যান প্রস্তুতকারক সংস্থা রাশিয়ার এনার্জিয়া স্পেসের কাছে এই ঘটনা সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
মহাকাশ যানের ছিদ্রটি দুই মিলিমিটার বলে ধারণা করা হচ্ছে। প্রথমে ছোট উল্কাপিণ্ডের আঘাতে ওই ছিদ্র হয়েছিল বলে মনে করা হচ্ছিল। কিন্তু তদন্ত শুরুর পর মনে হচ্ছে ভেতরকার কেউ ওই ছিদ্রটি করেছে। যেটি মহাকাশ ও পৃথিবী থেকেও হতে পারে। উল্লেখ্য, ২০১৫ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সয়ূজ যানটি অবতরণ করে। খবর কলকাতা২৪*৭
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন