ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে। এতে আরও ৬১ জন নিখোঁজ রয়েছে। সোমবার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র ফাহরিজাল এক প্রতিবেদনে একথা জানিয়েছেন।
তিনি জানান, সুনামিতে ৩৩৪ জনের মৃত্যু, মোট ৭৬৪ জন আহত ও ৬১ জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যারা নিখোঁজ রয়েছে তাদের সকলকেই খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।
তিনি জানান, জাভা দ্বীপাঞ্চলীয় বানটেন প্রদেশের ১৭টি এলাকা এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতোপূর্বে এ দুর্যোগে ২৮১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৮/আরাফাত