মিশরের অস্থিতিশীল সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ১৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। খবর ইজিপ্ট টুডে'র।
খবরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিনাইয়ের উত্তরাঞ্চলীয় শহর আরিশে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সময় বন্দুকযুদ্ধে ওই জঙ্গিরা নিহত হয়েছেন। তবে কোনও নিরপেক্ষ সূত্র থেকে মন্ত্রণালয়ের এমন ভাষ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।
এর আগে বৃহস্পতিবার কায়রোয় পুলিশ ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানায় মিশরীয় কর্তৃপক্ষ। তারা জানায়, তখন পুলিশের গুলিতে আটজন জঙ্গি নিহত হয়।
খবরে বলা হয়েছে, মিশরীয় কপটিক খ্রিস্টানদের বড়দিন উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করেছে মিশরীয় কর্তৃপক্ষ। আগামী বছরের ৭ জানুয়ারি বড়দিন উদযাপন করবে মিশরের কপটিক খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, মিশরের মোট জনসংখ্যার প্রায় ১৫ ভাগ হচ্ছে কপটিক খ্রিস্টান। মিশরের মোট জনসংখ্যা ১০ কোটি ৪০ লাখ।
বিডি প্রতিদিন/হিমেল