চীনে এক দুষ্কৃতি বাস ছিনতাইয়ের পর পালানোর সময় ফুটপাথে পথচারীদের ওপর তুলে দিলে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ২২ জন। খবর এনডিটিভির।
দক্ষিণ-পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের লংগিয়ান শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটে। ওই দুষ্কৃতি এক নারী যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর বাসটির নিয়ন্ত্রণ নেয়। এরপর সোজা বাসটি ফুটপাথে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছে।
জানা গেছে, ওই হামলাকারীর নাম কিউ (৪৮)। দেশটির পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম