লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত দেশটির পররাস্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন জ্যৈষ্ঠ সরকারি কর্মকর্তাসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট এ হামলার দায় শিকার করেছে। লিবিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনীর মুখপাত্র তারাক আল-দাওয়াস বলেন, মন্ত্রণালয়ের কাছেই একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। মন্ত্রণালয়ের ভবনে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। নিজের বহন করা স্যুটকেসে বিস্ফোরণ ঘটলে অপর হামলাকারী নিহত হন। হামলাকারী তৃতীয় ব্যক্তিকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
বিডি প্রতিদিন/ফারজানা