দেশদ্রোহের মামলা ঝুলছে তার ঘাড়ে। সে জন্যই দেশ ছেড়ে পালিয়েছেন। তবে, ফের ক্ষমতায় ফিরতে মরিয়া পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। যেন তেন প্রকারে পাকিস্তানের মসনদে বসাই এখন তার লক্ষ্য। এ ব্যাপারে আমেরিকার সাহায্য চান তিনি। তবে পুরো ব্যাপারটাই হতে হবে গোপনে।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ফাঁস হয়েছে। তাতে মার্কিন সিনেটরদের এমন প্রস্তাব দেখা দিতে গেছে মোশারফকে। তবে ভিডিওটি ঠিক কবে রেকর্ড করা হয়েছে, তা জানা যায়নি। হঠাৎ করে সেটি কোথা থেকে, জানা যায়নি তা-ও।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে বেশ কিছু ভিডিও শেয়ার করেন পাকিস্তানি লেখিকা গুল বুখারি। সেখানে মোশারফকে বলতে শোনা যায়, আলকায়দা প্রধান ওসামা বিন লাদেনকে নিয়ে সত্যি-ই অবহেলা করেছে পাক গুপ্তচর সংস্থা। সে জন্য তিনি নিজেও লজ্জিত। কিন্তু সেই সঙ্গে সাফাইও দিতে দেখা গেছে তাকে। তিনি যুক্তি দেন, ৯/১১ হামলা নিয়ে একই রকম গা ছাড়া মনোভাব ছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র। আইএসআই-ও একই ভুল করেছে। তাই ক্ষমা করে দেওয়াই উচিত।
২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল পারভেজ মোশারফ। তবে পরবর্তীকালে দেশদ্রোহ-সহ একাধিক মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং বালুচিস্তানের গভর্নর নবাব আকবর শাহবাজ খান বুগতি হত্যা মামলাতেও তার নাম জড়ায়।
নিষেধাজ্ঞা আসে তার নির্বাচনে দাঁড়ানোয়। যার পর সক্রিয় রাজনীতিতে আর সে ভাবে দেখা যায়নি মোশারফকে। চিকিত্সার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই রওনা দেন তিনি। নিরাপত্তা ও স্বাস্থ্যের দোহাই দিয়ে তার পর আর দেশে ফেরেননি।
তবে এই সব ঘটনা তার ক্ষমতায় ফেরার পথে অন্তরায় হতে পারে না বলে দাবি মোশারফের। মার্কিন সিনেটরদের তাকে বলতে শোনা যায়, মানছি আমার একটা অতীত রয়েছে। আপনাদেরও কিছু না কিছু আছে। কিন্তু ক্ষমতায় ফেরা দরকার আমার। আর তার জন্য আপনাদের সাহায্য দরকার। তবে প্রকাশ্যে নয়, গোপনে।
অনুদানের টাকায় সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেওয়ার অভিযোগে সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। কাটছাঁট করা হয়েছে অনুদানের টাকাও। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মোশারফ। তার দাবি, সঠিক কাজেই লেগেছে ওই টাকা। যার ফলে দেশে দারিদ্র্রের হার কমে ৩৪ থেকে ১৭ শতাংশে এসে পৌঁছেছ। তাতেও অবশ্য আপত্তি তোলেন মার্কিন সিনেটররা। বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে ওই বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছিল পাকিস্তানকে। দারিদ্র দূরীকরণের জন্য তা মঞ্জুর করেনি মার্কিন কংগ্রেস। সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৮/আরাফাত