সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় নাগরিককে উদ্ধার করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৯ ডিসেম্বর) রাস আল খাইমাহর জেবেল জাইস পর্বতে উদ্ধার অভিযান চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার কেন্দ্র জানায়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাইলট সাকর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ আল ইয়ামাহি ও হামিদ মোহাম্মদ ওবায়েদ আল জায়াবি নিহত হয়েছেন। নেভিগেটর জসিম আব্দুল্লাহ আলি তুনাইজি ও প্যারামেডিক মার্ক রক্সবার্গও নিহত হয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জেবেল জাইসে বিশ্বের দীর্ঘতম জিপলাইন চালু করা হয়। জিপলাইন’র কাছে অগুস্তা-১৩৯ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
জানা যায়, আহত এক ভারতীয় নাগরিককে উদ্ধারে হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল। কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্তের নির্দেশ দিয়েছেন রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন