ভারতের ওড়িষ্যায় একটি জলপ্রপাতের কাছে সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে রোহন মিশ্র নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। রাজ্যে মেয়ুরভাঞ্জ জেলায় একটি পিকনিক স্পটের ভিমকুন্দ জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভিমকুন্দ জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যান রোহন মিশ্র। পরে তিনি পা পিছলে পানিতে পরে যান। সেখানেই তার মৃত্যু হয়।
দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সের (এআইআইএমএস) এক গবেষণা অনুযায়ী, গত ছয় বছরে বিশ্বজুড়ে আড়াইশোর বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে মারা গেছেন।
২৫৯ জনের মধ্যে বেশির ভাগ মানুষই ডুবে মারা গেছেন। এছাড়া কেউ চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে বা অনেক উঁচু স্থান থেকে সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন