বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা সিরিয়াকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে তুলে ধরে বলেছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং যে কোন আগ্রাসনে রুখে দেয়ার জন্য মানামা সরকার দামেস্কের পাশ দাঁড়াবে।
শেখ খালিদ শনিবার তার অফিসিয়াল টুইটার পেইজে একথা বলেছেন। তিনি সেখানে পরিষ্কার করে বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে সিরিয়া। জটিল পরিস্থিতির মধ্যেও আমরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি নি এবং তারাও সম্পর্ক ছিন্ন করেনি। দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সিরিয়ার পাশে আছি; ভ্রাতৃপ্রতিম এ দেশটির নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নতি ও সমৃদ্ধির জন্য আমরা তার পাশে থাকব।
গত শুক্রবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় তাদের দূতাবাস খোলার প্রস্তুতি এগিয়ে চলেছে। এছাড়া, বাহরাইনে সিরিয়ার দূতাবাস তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং দু দেশের মধ্যে বিমানের ফ্লাইট নির্বিঘ্নে চলাচল করছে। এর একদিন আগে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় তাদের দূতাবাস চালু করে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৮/আরাফাত