বাস খাদে পড়ে ছয় শিশুসহ মোট সাতজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহতের সংখ্যা ১১। তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ভারতের হিমাচল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। এ ঘটনায় সমীর (৫), আদর্শ (৭), কার্তিক (১৪) এবং চালক রাম স্বরূপের (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাছাড়া আহতের মধ্যে অনেকের অবস্থাও আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/এ মজুমদার