যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স এবং কলম্বিার ইউনিভার্সিট অব মিসৌরির পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারীদের চেয়ে পুরুষরা কয়েক গুণ বেশি লিঙ্গ বৈষম্যের শিকার হয়। নারীর চেয়ে পুরুষ বেশি নির্যাতনের তালিকায় বাংলাদেশ ৭৩তম অবস্থানে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, ১৩৪টি দেশের মধ্যে ৯১টি দেশে পুরুষ বেশি বৈষম্যের শিকার। বাকী ৪৩টি দেশে পিছিয়ে নারী। গবেষণাপত্রটি জার্নাল প্লস ওয়ান-এ প্রকাশ করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, লিঙ্গভিত্তিক কারণে বিভিন্নভাবে পুরুষকে হয়রানির শিকার হতে হয়। একই অপরাধ বা ঘটনার জন্য নারীকে কোনো শাস্তি পেতে হয় না, কিন্তু পুরুষকে কঠিন শাস্তি পেতে হয়। এছাড়া অনেক দেশে পুরুষদের শুধুমাত্র লৈঙ্গিক কারণে কঠোর সামরিক প্রশিক্ষণ নিতে হয়।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় পুরুষ বৈষম্যের হার সবচেয়ে বেশি। আর নারীদের জন্য প্রতিকূল পরিবেশ সবচেয়ে বেশি ইতালি, ইসরায়েল আর চীনে। সূত্র : ডেইলি মেইল
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন