চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বেইজিং পৌঁছেছেন। বেইজিং সফরে কিমের সঙ্গে আছেন তার স্ত্রী রি সোল-জু। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কিম চীনে অবস্থান করবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সোমবার কিম জং-উন নিজের সাঁজোয়া ট্রেনে করে চীন পৌঁছান। তবে কিম-শির এ সাক্ষাতের বিষয়ে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠক হওয়ার প্রক্রিয়া চলছে এমন খবর সামনে আসার পরই চীন সফরে আসলেন কিম। গত জুনে সিঙ্গাপুরে কিম-ট্রাম্প প্রথম বৈঠকে অংশ নেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা