ইতিহাসের পাতায় নাম জুড়ে গেল গীতা গোপীনাথের। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে বা আইএমএফ-এ প্রথম নারী প্রধান হিসেবে জায়গা করে নিলেন গীতা। গত সোমবার আইএমএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে গীতার নাম ঘোষণা করে।
শুধু অর্থ ভাণ্ডারের প্রথম মহিলা প্রধানই নয়, ভারতীয় হিসেবে রঘুরাম রাজনের পরেই তিনিই এই পদের অধিকারী হলেন। তবে অর্থনীতিবিদ হিসেবে ২০১৮ থেকেই আইএমএফ-এর অংশ ৪৬ বছরের গীতা গোপীনাথ।
মহিশূরে জন্ম এবং স্কুল জীবনের বেশ খানিকটাও এই শহরেই কেটেছে গীতার। এরপর দিল্লিতে যান পড়াশোনা করতে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে পিএইচডি করেন গীতা।
পড়াশোনার পরে শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা শুরু গীতার। ২০১০ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন গীতা। প্রসঙ্গত, গীতা গোপীনাথ নরেন্দ্র মোদীর নোটবন্দির সিদ্ধান্তকেও তীব্র সমালোচনা করেছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর