উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ব্যবহৃত একটি বিশেষ ট্রেন বুধবার বেইজিং ত্যাগ করেছে।
কিমের বেইজিং সফর শেষ হওয়ার পর তাকে নিয়ে ট্রেনটি দেশের উদ্দেশে রওনা হয়। চীনে কিমের এটি চতুর্থ সফর ছিল।
এএফপি’র সাংবাদিকরা বেইজিংয়ের কেন্দ্রস্থলের একটি স্টেশন থেকে সবুজ রঙের এ ট্রেন বেরিয়ে যেতে দেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রত্যাশিত সম্মেলনের আগে চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করতে কিমের বেইজিং সফরের একদিন পর ট্রেনটি ওই স্টেশন ত্যাগ করলো।
গত মঙ্গলবার সকালে অঘোষিত এ সফরে আকস্মিক বেইজিং রেলস্টেশনে পৌঁছান কিম। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এই তথ্য জানায়।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৯/আরাফাত