সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমেরিকা যে দাবি করেছে তাতে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। মস্কো শুক্রবার বলেছে, আমেরিকা হয়তো সিরিয়ায় থেকে যেতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে অপ্রত্যাশিতভাবে সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন। এরপর আজ (শুক্রবার) মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সিন রায়ান বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। এই কাজের নিরাপত্তার স্বার্থে কখন কীভাবে সেনা প্রত্যাহার করা হচ্ছে তা জানানো হচ্ছে না বলে তিনি দাবি করেন।
এর আগে গতকাল অজ্ঞাত মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছিলেন, সিরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়া হয়েছে।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব দাবির প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি মনে করছেন আমেরিকা সিরিয়ায় থেকে যেতে চায়। এ ছাড়া, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের দাবি সত্য হলে এতদিন এসব সেনা যেসব এলাকা নিয়ন্ত্রণ করছিল তার দায়িত্ব সিরিয়ার সেনাবাহিনীকে দেয়া হতো।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৯/আরাফাত