শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। কিন্তু তারপরেও নওয়াজের চিকিৎসকদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এমনটাই অভিযোগ তার মেয়ে মরিয়মের। নওয়াজের হৃদরোগ বিশেষজ্ঞকে জেলে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
সাত বছরের কারাদণ্ডে লাহোরের কোট লোকপাট জেলে রয়েছেন নওয়াজ শরিফ। জানা গেছে, গত কয়েকদিন ধরে তার হাতে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এই ব্যাথা হার্টের সমস্যার জন্য তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
যদিও জেল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে, চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ করেছেন এবং তিনি সুস্থই আছেন। কিন্তু ট্যুইটারে মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করেন, শরিফের হৃদরোগ বিশেষজ্ঞরা জেলে যাওয়ার অনুমতি চেয়েছিলেন কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।
পাঞ্জাবের কারা মহাপরিদর্শক মির্জা শহিদ সালিম বেগ বলেন, নওয়াজ হচ্ছেন একজন উচ্চমর্যাদাসম্পন্ন কারাবন্দি। আমরা তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারি না। উল্লেখ্য, এর আগেও একবার গুরুতর অসুস্থ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জেল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন নওয়াজ শরিফ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর