ইরান ও মধ্যপ্রাচ্য নিয়ে আগামী মাসে পোল্যান্ডে একটি যৌথ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারে এ সম্মেলন হবে। খবর ইউরোনিউজ'র।
যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওয়ারশোতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীভূত করেই সেখানে আলোচনা হবে। ইরানের অস্থিতিশীল প্রভাব নিয়েও এতে কথা হবে।
বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে সমর্থন জোরদার করতে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন মাইক পম্পেও। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার, কাতারে সৌদি অবরোধ ও তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডই এ সফরের মূল আলোচ্যসূচি বলে ভাবা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল