কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় দুই বিদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আদালত ৪০ বছর বয়সী মাইকেল জ্যাকসনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, গাড়িও কখনো কখনো 'মারাত্মক অস্ত্র’ হয়ে উঠতে পারে। কাজেই অভিযুক্তের কারাগারে যাওয়াই সমীচীন।
গত রবিবার সন্ধ্যায় সেন্টেনিয়াল কলেজ সংলগ্ন প্রগ্রেস এভেনিউ ও মারখাম রোয ইন্টারসেকশনে নিয়ন্ত্রণ হারিয়ে সাইড ওয়াকে থাকা তিন পথচারীকে চাপা দিলে দুজন মারা যান। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনজনই সেন্টেনিয়াল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী।
গত সোমবার সন্ধ্যায় অভিযুক্ত গাড়ি চালক মাইকেলকে স্কারবোরো আদালতে হাজির করা হলে তার জামিনের জন্য দীর্ঘ শুনানি হয়। সাধারনত আগ্নেয়াস্ত্র বা কমিউনিটির জন্য নিরাপত্তাহীনতার প্রশ্ন থাকলেই কারো জামিন নামঞ্জুর করা হয়। গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে জামিন না মঞ্জুর হ্ওযার তেমন নজির নেই। কিন্তু বিচারক মাইকেলের জামিন না মঞ্জুর করে বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায়, যেখানে চালক মদ্যপ অবস্থায় ছিলো এবং দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘটেছে সেখানে জামিনের ব্যাপারে বিবেচনা করা মোটেই সুবিবেচনাপ্রসূত হবে না।
সেন্টেনিয়াল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী তিনজনই তাদের ছাত্র। তাদের মধ্যে মারা যাওয়া ওয়ে ঝি’র বড় ভাই জিন ঝি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত অপর শিক্ষার্থীর নাম ডামির কোশাইন।
বিডি প্রতিদিন/ফারজানা