হিজাব পরে সিএএ ও এনআরসির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শিরোনামে এসেছিলেন। ভারতের কোচির বাসিন্দা এবং এর্নাকুলামের সরকারি ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ইন্দুলেখা পরদানের সেই ছবি ভাইরাল হয়েছিল দিন কয়েক আগেই। হিজাব পরা সেই ছবিতে তার হাতে ধরা ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা, ‘মি.মোদি, আমি ইন্দুলেখা। আমার পোশাক দেখে আমায় চিনতে পারছেন?’
তার আগেই নরেন্দ্র মোদি বলেছিলেন, প্রতিবাদীদের পোশাক দেখলেই চেনা যায়। প্রধানমন্ত্রীর ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি। মুসলিম না হয়েও তাই হিজাব পরে ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলেন ইন্দুলেখা।
তবে তার বাবা-মা চিন্তায় ছিলেন তাকে নিয়ে। ইন্দুলেখা ফের মোদির উদ্দেশে টুইট করেন। তিনি লেখেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী, আপনার বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের কী হল? ভারতের নাগরিক হিসেবে প্রতিবাদ করা আমার গণতান্ত্রিক অধিকার। তার জন্য আপনার আইটি সেলের সদস্যদের হাতে আমায় হেনস্থা হতে হচ্ছে।’ এই টুইট পোস্ট হয়েছিল মঙ্গলবার সকাল ৮টায়। তারপরে দিন গড়াতেই ইন্দুলেখার টুইটার অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক