দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে টাইফুন ‘পেনফোন’র আঘাতে ২১ জনের প্রাণহানি হয়েছে। টাইফুনের প্রভাবে ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই সঙ্গে যোগ হয়েছে ভূমিধস।
গাছপালা উপড়ে অনেক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট বোরাকে।
এদিকে ঝড়ের কবল থেকে রক্ষা পেতে কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। অনেক মানুষ বন্যার পানিতে ঘরের মধ্যে আটকা পড়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ১৯৫ কিলোমিটার বাতাসের বেগে টাইফুন ‘পেনফোন’ ফিলিপাইনের কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে উপড়ে যায় ঘরবাড়ি, গাছপালা।
বিডি প্রতিদিন/ফারজানা