জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলি বর্ষণে এক ভারতীয় সেনা নিহত হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই কড়া জবাব দিল ভারত। ভারতীয় সেনাদের পাল্টা হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। উরি সেক্টরে বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে, বুধবার দুপুরে পাকিস্তানি সেনার গুলি বর্ষণে নিহত হন এক সেনা অফিসার। জানা গেছে, বুধবার থেকে উত্তর-কাশ্মীরের উরি সেক্টরে মর্টার হামলা ও গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনারা। ভারী মেশিনগান থেকে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে থাকে পাক রেঞ্জার্সরা। শুধু তাই নয়, সীমান্তে ভারতের গ্রামগুলোকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পাকিস্তানি বাহিনী। ওই হামলায় নিহত হন এক ভারতীয় সেনা ও তিন সাধারণ নাগরিক। পাকিস্তানের হামলায় আতঙ্ক ছড়ায় সীমান্তের গ্রামগুলোতে। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।
বিডি-প্রতিদিন/শফিক