কাজাখস্তানে ১০০ আরোহীসহ একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সকালে বেক এয়ারের ওই প্লেনটি আলমাটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এ দুর্ঘটনার কবলে পড়ে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবা প্রদানে সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ৭ জন নিহতের বিষয় নিশ্চিত করা হয়েছে। জীবিতদের উদ্ধারের কাজ চলছে।
আরোহীদের মধ্যে ৯৫ জন যাত্রী ও বাকি ৫ জন ক্রু বলে জানিয়েছে আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষ।
ডেইলি একপ্রেস জানিয়েছে, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়।
এদিকে বিবিসি জানায়, এর কিছুক্ষণ পর ৭টা ২২ মিনিটে একটি দোতলার বাড়ির ওপর আছড়ে পড়ে প্লেনটি।
বিডি প্রতিদিন/কালাম