ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।
এরই মাঝে উত্তর ভারতের একটি মুসলমান পরিবার জানিয়েছে, প্রতিবেশী সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের প্রহরায় তারা নিজেদের কন্যার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
রয়টার্সকে ওয়াজিদ ফজল বলেন, তার ভাগনি জিনাতের বিয়ে ঠিক করেছেন তারা। কিন্তু সহিংসতার দরুন অনুষ্ঠান পণ্ড হতে যাচ্ছিল। কাজেই বিয়ের প্রস্তুতি নিয়ে আমি উভয়সংকটে পড়ে গিয়েছিলাম।
কিন্তু হিন্দু প্রতিবেশীরা তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। এই বিয়েতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তারা অনুষ্ঠান পাহারা দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, রাতে ভাগনিকে বিয়ে দেয়ার আগ পর্যন্ত অন্তত ৪০ হিন্দু ভাই আমাদের বাড়িতে ছিলেন। এই আনুকূল্য কখনো ভুলবার নয় বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ভারতের ২০ কোটি মুসলমানকে কোণঠাসা করতে নতুন এই আইনপ্রণয়ন করেছে হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এতে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হলে এখন পর্যন্ত পুলিশি নৃশংসতায় ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২০ ডিসেম্বর কানপুর শহরে দুই বিক্ষোভকারী নিহত হন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ