জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার পরই আরএসএসকে জার্মানের নাৎসি বাহিনীর সাথে তুলনা করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার পুনরায় এক টুইট বার্তায় ভারতে গণহত্যার আশঙ্কা থেকে বিশ্বকে সতর্ক করে তিনি জানান, এখনই বিশ্ব বিষয়টি নিয়ে সচেতন না হলে সামনে গণহত্যা সংগঠিত হবে। যে মানসিকতা নিয়ে নাৎসি বাহিনী গঠিত হয়েছিল একই মানসিকতা নিয়ে চলছে আরএসএস।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভারতের একটি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী, আধাসামরিক ও বেসরকারি স্বেচ্ছা-সেবক সংগঠন। সম্প্রতি হিন্দু উগ্রবাদী বেশকিছু কার্যক্রমের সঙ্গে এই সংঘটিক সম্পৃক্ততা তীব্র সমালোচনার জন্ম দেয় ভারতীয় মিডিয়া। সেইসঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে ভারতে চলা সংঘর্ষ ও সহিংসতায় আরএসএস পরবর্তীতে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা পোষণ করে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সূত্র : লোকমাত নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক