তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন সহকারী জানিয়েছেন, আঙ্কারার কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
শুক্রবার কয়েকটি টুইটার পোস্টে এরদোগানের যোগাযোগ বিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন আলতুন বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকার তুরস্কের কাছে সমর্থন চেয়েছে এবং লিবিয়ার যে গ্রুপ অবৈধভাবে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের থামানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
ফরহাদ উদ্দিন আলতুন বলেন, যেহেতু লিবিয়া তুরস্কের কাছে সমর্থন চেয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের দ্বিপক্ষীয় সামরিক চুক্তিকে সম্মান করব। আমরা আমাদের দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষার ব্যাপারে পরিপূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমধ্যসাগরীয় অঞ্চলের এ দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ।
গত ২৭ নভেম্বর তুরস্ক ও লিবিয়া একটি সামরিক এবং সমুদ্র বিষয়ক চুক্তি সই করে। ওই চুক্তি অনুসারে- প্রয়োজন হলে আঙ্কারা লিবিয়ায় সেনা মোতায়েন করতে পারবে।
বিডি প্রতিদিন/আরাফাত