বাবা-মেয়ের সম্পর্ক তো মধুরই ছিল। নিজের প্রশাসনিক কাজেও মেয়ের পরামর্শ ছাড়া প্রায় কোনও পদক্ষেপ গ্রহণ করেন না। এই মুহূর্তে মার্কিন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদাধিকারীর নাম ইভাঙ্কা ট্রাম্প। কিন্তু বাবা ট্রাম্পের সঙ্গে এমন কী হল মেয়ের যে বাড়ি ছেড়ে চলে যেতে চান ইভাঙ্কা?
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। তার কথায় বোঝা গেল, বাবা যদি সামনের বারও প্রেসিডেন্ট হন, তাহলে তিনি হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে পারেন। কারণ, রাজনীতি তার কাছে আর তেমন আগ্রহের বিষয় নেই।আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচিত হলে হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
রাজনীতির চেয়ে সন্তানরাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে ৩৮ বছর বয়সী ইভাঙ্কা আরও বলেন, আমার সন্তান এবং তাদের সুখই সবার আগে আমাকে বিবেচনা করতে হবে। আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে আবারও তিনি মার্কিন প্রশাসনে কাজ করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা এসব কথা বলেন। সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক