অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক দাবানল সক্রিয় রয়েছে। তারই জের ধরে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের লাখো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রবিবার, এই নির্দেশ দেয় জরুরি বিভাগের প্রধান। অঙ্গরাজ্যের ইস্ট গিপসল্যান্ডের ব্রুথেন, বুচান ও বোনাঙ্গ এলাকাগুলোতে দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকালের মধ্যে এসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ও ঝড়ো বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ