হেলিকপ্টার দুর্ঘটনায় তাইওয়ানের সেনা প্রধান শেন ই-মিংসহ তিনজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার তাদের বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে। দেশের উত্তরাঞ্চলে ওই হেলিকপ্টারটি জরুরি অবতরণের পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারে সেনা প্রধান ছাড়াও ১৩জন শীর্ষ কর্মকর্তা ছিলেন। হেলিকপ্টাটি জরুরি অবতরণ করার পর থেকেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত কারণে হেলিকপ্টারটি রাজধানী তাইপেইর কাছে পাহাড়ি এলাকায় অবতরণ করতে বাধ্য হয়।
তবে অন্য একটি সূত্র জানায়, নতুন বছরের শুরুতেই তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান অঞ্চলে হেলিকপ্টারটি অবতরণের পরই বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্তের কোনো কারণ জানা যায়নি। নিখোঁজদের জন্য দেশটির উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক