ইসরায়েলের সাবেক জেনারেল আমোস গিলিদ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর মতো অবস্থা তেল আবিবের আদৌও নেই। এ জাতীয় হামলার কোনও প্রস্তুতিও বছরের পর বছর ধরে ইসরায়েল নিতে পারেনি বলেও জানান তিনি।
ইসরায়েলের এফএম ১০৩ রেডিও’র সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। সাবেক মেজর জেনারেল আমোস গিলিদ বর্তমানে আইপিএস ইন্টারডিসিপ্লিনারি সেন্টার হারজলিয়ার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।
আগাম হামলাকে কেন্দ্র করে ইরান যদি তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে তবে তা ঠেকানোর সক্ষমতাও ইসরায়েলের নেই বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ইরানের ওপর যদি ইসরায়েল হামলা করে এবং তেহরান ক্ষেপণাস্ত্র ছুঁড়তে থাকে তাহলে যুদ্ধ জয়ের প্রস্তুতি তেল আবিবের থাকতে হবে। কিন্তু বিগত বছরগুলোতে এ জাতীয় প্রস্তুতি ইসরায়েল অর্জন করতে পারেনি বলে খোলামেলাভাবেই স্বীকার করেন তিনি।
ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালালে পরিণামে তেল আবিব একঘরে হয়ে পড়বে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যদি সত্যিই ইসরায়েল আগাম হামলা করে তাহলে তেল আবিব একঘরে হয়ে পড়বে এবং ইরানিরা হামলার যথাযথ জবাব দেবে।
এ ধরণের যুদ্ধ দীর্ঘস্থায়ী এবং ইসরায়েলের জন্য বেদনাদায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম