মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদের সঙ্গে ফোনে আলাপ করেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিফোন কলে তিনি মরক্কোর রাজাকে তেল আবিব সফরের আমন্ত্রণ জানান।
মার্কিন মধ্যস্থতায় মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পর এই আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু। সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিতে দু'পক্ষ সংলাপ এবং যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মরক্কোর রাজার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অত্যন্ত উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা একে অপরকে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানিয়েছেন।
নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এবং উপায় আগেই নির্ধারিত হয়ে রয়েছে।
এদিকে মরক্কোর রাজকীয় মন্ত্রিসভা শুক্রবার টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নেতানিয়াহু রাজা ষষ্ঠ মুহাম্মদকে তেল আবিব সফরের আমন্ত্রণ জানিয়েছেন তা উল্লেখ করেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন