উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে চিঠি দিয়েছেন।
চিঠিতে কঠিন সময়েও ক্ষমতাসীন দলের প্রতি আস্থা ও সমর্থন দেয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বছরেও কিম কঠোর পরিশ্রম করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই চিঠি প্রচার করে।
রাজধানী পিয়ংইয়ং এর রেলস্টেশনের বাইরে বড় পর্দায় কিমের চিঠি নিয়ে প্রতিবেদন দেখতে ভিড় জমায় বাসিন্দারা। নতুন বছর উপলক্ষ্যে কিম জং উন তার বাবা ও দাদার সমাধি পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ