চীনের আচরণে ক্ষিপ্ত হয়েছে ক্ষুদ্র রাষ্ট্র পালাউ। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে তারা মৎস্য সম্পদ আহরণের জন্য চীনের ব্যবহৃত নৌযানসহ ২৮ ক্রুকে আটক করে পালাউ। এতে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়।
পালাউয়ের সীমানার মধ্যে হেলেন রিফে নৌযানটি জব্ধ করা হয়। পরে সেটিকে মূল দ্বীপ কোরোরে নিয়ে যাওয়া হয়। পালাউয়ের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার পরিচালক ভিক্টর রেমেনগিসাউ জানান, চীনের নৌযানটি ২২৫ কেজি সামুদ্রিক প্রাণী আহরণ করেছিল।
গার্ডিয়ান জানিয়েছে, সি কিউকাম্বার (sea cucumber) নামের একটি মহামূল্যবান সামুদ্রিক প্রাণী আহরণ করেছিল চীনের নৌযানটি।
চীনের প্রতিপক্ষ দেশ তাইওয়ানের সহযোগী দেশ পালাউ। যা মোটেও চীনের পছন্দ নয়। এদিকে সমুদ্রসীমায় চীনা নৌযানের প্রবেশের পর জলসীমায় নিরাপত্তা বাড়িয়েছে পালাউ।
বিডি প্রতিদিন/ফারজানা