জাতিসংঘে ক্ষমতাচ্যুত আফগান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হাতে পাওয়া এক চিঠিতে জাতিসংঘের সহকারি মুখপাত্র ফারহান হক এএফপি’কে বলেন, গোলাম ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন। খবর ভয়েস অব আমেরিকা'র।
কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সংকটের মুখে পড়ায় জাতিসংঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসংঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল