ছোট ছোট নৌকায় ২ দিনে প্রায় ৯০০ জনের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। বৃহস্পতিবার ১৯টি নৌকায় করে ৫৫৯ জন এবং শুক্রবার ১০টি নৌকায় ৩৫৯ জন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, ২ দিন ধরে ফ্রান্স কর্তৃপক্ষ বিপজ্জনকভাবে সাগর পাড়ি দেওয়া থেকে ৫৬৪ জন অভিবাসীকে থামিয়েছে। ছোট নৌকায় করে চলতি বছরে ২৭ হাজার ৭০০ জনের বেশি লোক এই চ্যানেল পাড়ি দেন। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৪০০।
গত মাসে অবৈধভাবে সাগর পাড়ি দেওয়ার পথে ফ্রান্সের শহর ক্যালাইসের নিকট এক নৌকা ডুবিতে ২৭ জন মারা যান। তাদের মধ্যে ১৭ পুরুষ ও ৭ নারী ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ