ফিলিপাইনে গত বৃহস্পতিবার আঘাত হানা সুপার টাইফুন ‘রাই’-র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়ালো। সোমবার দেশটির পুলিশ প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বলা হয়েছে, ফিলিপাইনে এখন পর্যন্ত অন্তত ২০৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫২ জন নিখোঁজ রয়েছে।
গত বৃহস্পতিবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। আক্রান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতের পর অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নতুন নয়, প্রায়ই দেশটিতে শক্তিশালী ঝড় হয়। বছরে গড়ে ২০টি ঝড় আঘাত হানে দেশটিতে। ২০২০ সালের নভেম্বরে সুপার টাইফুন 'গনি'তে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি হয় ফিলিপাইনে। ২০১৩ সালে টাইফুন 'হাইয়ানে' নিহত হয় ছয় হাজারেরও বেশি মানুষ।
বিডি-প্রতিদিন/শফিক