দাম্পত্য কলহের জেরে প্রতিশোধমূলকভাবে পরকীয়ায় জড়িয়েছিলেন স্ত্রী। আর এরই জেরে ধরে তাকে খুন করেছেন স্বামী। চলতি মাসের শুরুর দিকে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় তরুণীর মরদেহ উদ্ধারে পুলিশের হাতে এসেছে এমনই তথ্য। অভিযুক্ত স্বামী রাজু লস্করকে ঘটকপুকুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২ ডিসেম্বর লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হয় এক তরুণীর মরদেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিহতের নাম অনিতা হাওলাদার (৩০)। ক্যানিংয়ের জীবনতলার বাসিন্দা সে। তবে কিছুদিন কলকাতা লাগোয়া বাগুইআটিতে ভাড়া নিয়ে থাকছিলেন ওই তরুণী।
গোয়েন্দারা আরও জানতে পারেন, স্বামী রাজু নস্করের সঙ্গে থাকতেন না তিনি। এরপরই সন্দেহের তীর ঘুরে যায় রাজুর দিকে।
তদন্তে নেমে লেদার কমপ্লেক্সের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন গোয়েন্দারা। তাতে গত ২৯ নভেম্বর লেদার কমপ্লেক্সে ঢুকছেন তিনি। যে সময় তরুণী সেখানে ছিলেন তখন রাজুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও ছিল লেদার কমপ্লেক্সেই। এরপরই রাজুকে খোঁজা শুরু করেন গোয়েন্দারা। রবিবার ঘটকপুকুর থেকে বাসে করে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখন তাকে গ্রেফতার করে পুলিশ।
জেরায় রাজু জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে একের পর এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনিতা। এরকম অন্তত ৭ জনের কথা জানেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্বামীকে ফোন করে আওয়াজ শোনান তিনি। এরপরই অনিতাকে খুনের পরিকল্পনা করেন রাজু।
এদিকে, রাজুকে হেফাজতে নিয়ে খুনের পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত কি না তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আরাফাত