সৌদি আরবে শেষ হলো সাউন্ডস্টর্ম সংগীত উৎসব। গতকাল রবিবার চারদিনের সংগীত উৎসব শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজক এমডিএলবিস্ট কর্তৃপক্ষ। জানা গেছে, উৎসবের শেষ দিনে যেন হুমড়ি খেয়ে পড়ে ফুর্তিবাজ সৌদিয়ানরা। গত চার দিনে সাত লাখের বেশি অতিথির ভিড়ে উৎসব প্রাঙ্গণ ছিল মুখরিত, উন্মাতাল।
সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ বলেন, চার দিনে সাত লাখ ৩২ হাজার মানুষ এই অনুষ্ঠানে উপভোগ করেন। এটি 'বিশ্বের বৃহত্তম সংগীত উৎসবগুলোর একটি'।
উৎসবটি ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে বিশাল জনসমাগম হয়। যাদের বেশির ভাগই যুবক ও নারী। যারা অবাধে মিশতে এবং পশ্চিমা সংগীতের তালে নাচতে পারে। উৎসবে যোগদানকারী এক সৌদি নারী এএফপিকে বলেন, আমরা রিয়াদে এর আগে এমন কিছু দেখিনি। ভিড়, গান, ভিআইপি রুম। সেই সঙ্গে অপ্রচলিত সাজ ও পোশাক।
সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের বয়কটের আহ্বান সত্ত্বেও সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারীরা এবং সংগীতশিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করেন। সৌদি আরবে করোনার নতুন রূপ ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই রবিবারে শেষ হয় এই উৎসব। সৌদি আরবে আরব উপসাগরীয় দেশগুলোর মধ্যে করোনায় সর্বাধিক (৮৮৬০ জন) মৃত্যুর ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন সৌদি আরবের নেতারা রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে চাইছে। সেই সঙ্গে এর অর্থনীতিতে চলছে বৈচিত্র্য আনার প্রচেষ্টা। অল্প ক'বছর আগে দেশটি সংগীত ও নাচের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
সূত্র : খালিজ টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক