আফগানিস্তানে মাদক ব্যবসার প্রসার কাবুলে তালেবান শাসনকে শক্তিশালী করেছে এবং পশ্চিমা রাজনৈতিক স্বার্থকে দুর্বল করছে। ইউরোপীয় ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে - তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর পরিসর থেকে স্বীকৃতি পাক বা না পাক - তা দেশটির ত্রুটিযুক্ত অর্থনীতির চিরস্থায়ী সমস্যার বহুমুখী পরিণতির দিকেই নির্দেশ করছে।
বরাবরই মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান। গবেষণায় আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, যদি তালেবানরা যথাযোগ্য স্বীকৃতি না পায়, তাহলে মাদক ব্যবসার প্রসার অব্যাহত থাকতে পারে এবং সম্ভবত তালেবানদের হয়ে কাজ করার জন্য একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। মাদক ব্যবসায় মুনাফার পরিমাণও বাড়তে পারে।
তাছাড়া, অবৈধ মাদক ব্যবসার প্রসারের সাথে সাথে তালেবানের লক্ষ্য ও আদর্শ আফগানিস্তানের বাইরেও ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করতে পারে। এতে মাদক ব্যবসা শুধু তালেবানের রাজস্ব আয়েরই উৎস হিসেবে সীমাবদ্ধ থাকবে না, এর নানা প্রভাব আফগানিস্তানের বাইরেও দেখা যাবে।
বিগত কয়েক দশক ধরে, একসময়ের বিদ্রোহী, তারপর ক্ষমতাচ্যুত এবং বর্তমানে ক্ষমতায় ফেরা জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের প্রভাবশালী প্রকৃতি বিশ্ব প্রত্যক্ষ করেছে। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের প্রতিবেদন অনুসারে, এই প্রভাব কতটা স্পষ্ট তা বারবার দৃশ্যমান হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা