ইহুদিবাদী দেশ ইসরায়েল তার নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু করবে। দেশটির করোনাভাইরাস বিশেষজ্ঞ প্যানেলের একটি সুপারিশের ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
দেশটিতে ৬০ বছরের বেশি বয়সী, চিকিৎসা কর্মী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের টিকার এই চতুর্থ ডোজ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, যারা ৪ মাস আগে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন তাদের চতুর্থ ডোজ দেওয়া হবে। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ দেশটিতে ৩৪১ জনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘ইসরায়েল মহামারি মোকাবিলায় বিশ্বব্যাপী সম্মুখ সারিতে আছে। ইসরায়েলের নাগরিকরাই বিশ্বে প্রথম যারা করোনার বুস্টার ডোজ নিয়েছেন এবং আমরাই প্রথম যারা চতুর্থ ডোজ নিতে যাচ্ছি।’
ইসরায়েলে দ্বিতীয় ও বুস্টার ডোজের মধ্যে প্রস্তাবিত ব্যবধান ৫ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হচ্ছে। বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি রেডিওকে বলেছেন, চতুর্থ ডোজ নেওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না। অধ্যাপক গালিয়া রাহাভ বলেন, আমাদের কাছে এখনো ইমিউনিটি বিষয়ে তেমন কোনো তথ্য নেই, যেমনটি আমরা তৃতীয় ডোজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বিশ্বের অন্যান্য দেশেও তথ্যের অনেক স্বল্পতা রয়েছে।
উল্লেখ্য, দেশটিতে প্রায় ৭০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে আবার ৪৫ শতাংশ করোনার তৃতীয় ডোজ টিকা নিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দেশটির নাগরিকদের ৫০টিরও বেশি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এবং আফ্রিকার অধিকাংশ দেশ।
বিডি প্রতিদিন/আবু জাফর