ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি জোটের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উত্তরাঞ্চলীয় আল-জাওয়াফ প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি জোটের এই মডেলের পাঁচটি ড্রোন ভূপাতিত করল।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (শনিবার) এ সম্পর্কে এক বিবৃতিতে জানিয়েছেন, "উপযুক্ত অস্ত্র দিয়ে আমাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত স্কাই ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।"
তিনি বলেন, জাওয়াফ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় ড্রোনটি ভূপাতিত করা হয়।
গত গ্রীষ্মকাল থেকে হুথি যোদ্ধারা সৌদি ভাড়াটে গেরিলাদের হাত থেকে কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ মা’রিব প্রদেশ মুক্ত করার অভিযান শুরু করেছে এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে- খুব অল্প সময়ের মধ্যে মা’রিব প্রদেশ পুরোপুরি মুক্ত হয়ে যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত