ভারতের ঝাড়খণ্ডের পাকুড়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝাড়খণ্ডের পাকুড়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাকের সঙ্গে দেওঘরগামী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিলো যে, বাস-ট্রাকের সংঘর্ষে দুটি গাড়ি একটি অপরটির ভেতরে ঢুকে যায়।
স্থানীয়রা জানান, বাসটি দেওঘর জেলার জশিডি থেকে সাহিবগঞ্জের বারহরওয়ায় যাচ্ছিল। মূলত ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড সংঘর্ষের জেরে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। গ্যাস কাটার দিয়ে বাসটির বিভিন্ন অংশ কেটে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সূত্র : এবিপি।
বিডি-প্রতিদিন/শফিক