ইউক্রেনের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করছে আমেরিকা।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়া বারবার আমেরিকাকে এই ধরনের ক্ষেপণাস্ত্র দেয়ার ব্যাপারে হুঁশিয়ার করা সত্ত্বেও ওয়াশিংটন নিজেদের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।
মার্কিন তিনজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, চলতি সপ্তাহে যেকোনো দিন এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
দু’জন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে আমেরিকা চূড়ান্ত ঘোষণা দিতে পারে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।
এর আগে চলতি ডিসেম্বর মাসের প্রথম দিকে মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে যেসব পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে সেগুলোকে ইউক্রেনে সরিয়ে নেয়া হতে পারে।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত