যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অক্টোবরে চীনের কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। ওই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর হামলা করে বৃটেনে নিযুক্ত চীনের জ্যেষ্ঠ একজন কূটনীতিকসহ কনস্যুলেটের কর্মকর্তারা।
এই ঘটনার পর বৃটেনের হাউজ অব কমন্সে দেশটির সংসদ সদস্য অ্যালিসিয়া কেয়ার্নস অভিযোগ করে বলেন, চীনের কনসাল জেনারেল শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার টেনে ছিঁড়ে ফেলেছেন। অর্থাৎ কনসাল জেনারেল ঝেং সিয়ুয়ান হামলার ঘটনায় জড়িত।
এই ঘটনার পর ঝেং সিয়ুয়ানসহ ৬ জনকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে নিয়েছে চীন।
এই ঘটনার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকরাই তাদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল