জর্ডানের দক্ষিণাঞ্চলীয় মান শহরে এক পুলিশ সদস্যের সন্দেহভাজন হত্যাকারীরর আস্তানায় অভিযানে গিয়ে দেশটির তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জ্বালানির উচ্চ মূল্যের প্রতিবাদে জর্ডানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। প্রতিবাদ চলাকালে শুক্রবার দেশটির মান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে জর্ডানের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা নিহত হন। পুলিশের মুখপাত্র জানান, মান শহরের হুসেনিয়া এলাকায় সংঘর্ষের সময় অজ্ঞাত হামলাকারীরা ওই কর্মকর্তাকে গুলি করে। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই কর্মকর্তার সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে আরও তিন পুলিশ সদস্য নিহত হন। তবে অভিযান চালাতে গিয়ে তিন পুলিশ সদস্যের প্রাণহানির খবর দেওয়া হলেও, কীভাবে এ ঘটনা ঘটল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। পুলিশের অভিযানে সন্দেহভাজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল