ইরানে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত চার সদস্য নিহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের কাছের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলে সন্ত্রাসী হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা নিহত হয়েছেন।
ইরানের অন্যতম দরিদ্রতম অঞ্চল সারাভানে দেশটির সংখ্যালঘু বেলুচ সম্প্রদায়ের সদস্যদের বসবাস করে। এই বেলুচ সম্প্রদায়ের সদস্যরা সুন্নি নিয়ম অনুসরণ করে।
ইরনার খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার পর হামলাকারীরা পাকিস্তানে পালিয়ে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল