সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টুইটারে নতুন একটি জনমত জরিপ শুরু করেন। স্বপদে বহাল থাকবেন নাকি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত জানতে লাখো টুইটার ব্যবহারকারীর মধ্যে জরিপ শুরু করেন তিনি।
একটি টুইটে মাস্ক জানতে চান, ‘আমার কি টুইটারপ্রধান হিসেবে পদত্যাগ করা উচিত? এ জনমত জরিপে যে ফলাফল আসবে তাই আমি মেনে নেব।’
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মাস্কের করা জরিপ বলছে, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত। তার পোলে ১ কোটি ৭৩ লাখ ৯ হাজার ৮১৯টি ভোট পড়েছে। এরমধ্যে ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট তার পদত্যাগের পক্ষে এবং ৪২ দশমিক ৫ শতাংশ ভোট পদত্যাগের বিপক্ষে পড়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল