পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু এলাকার এক কারাগারের কয়েকজন কর্মকর্তাকে তেহরিক ই তালেবানের সদস্যরা জিম্মি করেছে।
বানু পুলিশের মুখপাত্র মুহাম্মদ নাসিব রয়টার্সকে বলেন,সন্ত্রাসীরা বাইরে থেকে হামলা চালিয়েছে, নাকি ভেতরে তদন্ত চলার সময় অস্ত্র কেড়ে নিয়েছেন, তা নিশ্চিত নয়৷
ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান প্রশাসন টিটিপির সঙ্গে বিষয়টি সমঝোতা করতে আলোচনায় বসে। কিন্তু ১৪ ঘণ্টা পার হলেও কোনো অগ্রগতি নেই।
খবরে বলা হয়েছে, আটককৃত সন্ত্রাসীরা কারাগারের ভেতর জিজ্ঞাসাবাদকারীদের জিম্মি করে। তারা আফগানিস্তানে নিরাপদ প্রত্যাবর্তন দাবি করে।
সোমবার বানুর পরিস্থিতি উত্তেজনাকর অবস্থার মধ্যে রয়েছে। পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্যান্টনমেন্ট এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতর থাকার আহ্বান জানানো হয়েছে। অঞ্চলটিতে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল