সুইডেনের কাছে নিজ দেশের একজন পলাতক সাংবাদিককে ফেরত চেয়েছিল তুরস্ক। ‘ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্ত হতে আঙ্কারা বাধা হবে না’ বিনিময়ে ওই সাংবাদিককে ফেরত চেয়েছিল তুরস্ক। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুইডেনের আদালত ওই সাংবাদিককে ফেরত পাঠানোর বিষয়টি বন্ধ করেছেন।
সুইডিশ আদালত সোমবার বলেছে, জামান ডেইলির এডিটর ইন চিফকে তুরস্কে ফেরত পাঠাতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে।
২০১৬ সালে তুরস্কে এরদোয়ান সরকারকে উৎখাতে অভ্যুত্থান চেষ্টা হয়। তুরস্কের এই এই সাংবাদিক ওই ঘটনায় যুক্ত ছিলেন বলে দাবি করেন এরদোয়ান।
বর্তমানে ‘স্টকহোম সেন্টার ফর ফ্রিডম’ এ নিযুক্ত থাকা সাংবাদিক বুলেন্ট কেনেস সুইডিশ আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, এরদোয়ান তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল