নেপালে গত ২০ নভেম্বর জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর আবারও জোট সরকার গঠনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এত দিনেও সরকার গঠন সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে নতুন সরকার গঠনের জন্য দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি।
গতকাল সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এ জন্য সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠতা আছে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় এমন যেকোনো আইনপ্রণেতাকে দুই বা ততোধিক দলের সমর্থনে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ জন্য এক সপ্তাহের সময় দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। ২৫ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।
উল্লেখ্য, বর্তমান জোট সরকার নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন।
প্রতিনিধিসভার মোট আসন ২৭৫টি। এর মধ্যে ১৬৫ আসনে সরাসরি ভোট হয়। এর পাশাপাশি সারা দেশের ভোটাররা যে দলকে যে সংখ্যায় ভোট দেন, তার ভিত্তিতে আনুপাতিক পদ্ধতিতে বিভিন্ন দলের তালিকা থেকে প্রতিনিধিসভার বাকি ১১০ জন সদস্য নির্বাচিত হন। সরকার গঠন করতে ১৩৮ আসনের প্রয়োজন। নেপালি কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এবার মোট ১৩৬টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী দল ইউএমএল এবার ৯২টি আসনে জয় পেয়েছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল